চিতলমারী ইউনিয়ন পরিষদ উপজেলা সদরে অবস্থিত। বিভিন্ন গ্রাম থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব বৃহত্তম ইউনিয়ন হওয়ার কারনে অনেক বেশী। বিভিন্নভাবে পরিষদে পৌছানো যায়।
বিভিন্ন স্থান হতে ইউনিয়নে আসার যাতায়াত ব্যবস্থা:
১। খড়িয়া, ঝালোডাংগা, ডুমুরিয়া, শ্রীরামপুর এলাকা থেকে চিতলমারী ইউনিয়ন পরিষদে আসতে হলে ডুমুরিয়া বাজার থেকে ভ্যান অথবা মটর সাইকেলযোগে আসতে হয়। ভাড়া ভ্যানে জনপ্রতি ৩০-৪০ টাকা এবং মটর সাইকেলে ৫০-৭০ টাকা।
২। রায়গ্রাম, খিলিগাতী,সুড়িগাতী, চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, পাটরপাড়া, থেকে চিতলমারী আসতে ভ্যান+করিমন ভাড়া ১৫ থেকে ২০টাকা (জনপ্রতি) এবং মটর সাইকেলে ভাড়া জনপ্রতি ৩০-৫০ টাকা।
৩। কালশিরা, বারাশিয়া, আড়ুয়াবর্নী থেকে চিতলমারী সদরে আসতে ভ্যান+করিমন ভাড়া ১০টাকা (জনপ্রতি), মটরসাইকেলে ২০-৪০ টাকা।
৪। কুরমুনি, সুরশাইল এবং আড়ুয়াবর্নীর কিছু এলাকা থেকে পায়ে হেটে আসই সহজ। গ্রামগুলি ইউনিয়ন পরিষদরে নিকটেই।
৫। ঢাকা থেকে পরিবহনে করে গোপালগঞ্জ, মোল্লাহাট হয়ে চিতলমারী সদরে পৌছানো যায়। শহীদ মিনারে নেমে পায়ে হেটে বড় মসজিদ চত্তরে ইউনিয়ন পরিষদ ভবনে যাওয়া যায়। খুলনা থেকে বাগেরহাট হয়ে বাস যোগে চিতলমারী বাজারে বড় ব্রিজে নেমে পায়ে হেটে ইউনিয়ন পরিষদ চত্বরে পৌছান যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস