চিতলমারী ইউনিয়নের আয়তন 20.31 বর্গ কিলোমিটার
চিতলমারী উপজেলার ৫ নং চিতলমারী ইউনিয়ন উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। লোক সংখ্যা এবং আয়তন দুই ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করে আছে। ইউনিয়নের একটি বড় বৈশিষ্ট্য সবচেয়ে বড় কালশিরা শ্রীরামপুরের বিল। বির্স্তীর্ণ এলাকা জুড়ে এ বিলের অবস্থান। বিলকে ঘিরেই ইউনিয়নে প্রায় সকল গ্রামগুলো অবস্থিত।
উপজেলা সদরে ইউনিয়ন পরিষদ অবস্থিত। বহুকাল পুরানো ইউনিয়ন পরিষদ ভবন এখন প্রায় ব্যবহার অনুপযোগী। কিন্তু জায়গার অভাবে নতুন ইউনিয়ন কমপ্লেক্স তৈরী করা সম্ভব হচ্ছে না।
কালের স্বাক্ষী বহনকারী চিত্রা নদীর তীরে গড়ে উঠা চিতলমারী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চিতলমারী ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ চিতলমারী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৫নং চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৩৫৭০জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা –৩১ টি।
ঙ) মৌজার সংখ্যা – টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল, নসিমন/করিমন, ভ্যান, সাইকেল।
জ) শিক্ষার হার – ৯৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৯ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৮ টি,
মাদরাসা : ১টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –শেখ নিজাম উদ্দীন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – /০/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
কুরমনি, সুরসাইল, চিতলমারী বাজার, আড়ুয়াবর্নী ডরপাড়া, আড়ুয়াবর্নী চরপাড়া, নতুন কালশিরা, বারাশিয়া, রুইয়ারকুল, বেন্নাবাড়ী, পুরাতন কালশিরা, শ্রীরামপুর, ঝালোডাংগা, খড়িয়া, আরুলিয়া, ডুমুরিয়া, খিলিগাতী, রায়গ্রাম, সুড়িগাতী, করাতেরদিয়া, চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, পাটরপাড়া, উত্তরপাটরপাড়া।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৭ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস