ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা:
সভাপতি : জনাব নিজাম উদ্দিন শেখ (চেয়ারম্যান, চিতলমারী সদর ইউপি)
সভা নং- : ৪/২০১৪
সভার তারিখ : ২০-৪-২০১৪
স্থান : চিতলমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপস্থিত সদস্যদের নামের তালিকা:
নাম | পদবি | ওয়ার্ড নং | স্বাক্ষর |
মোঃনিজাম উদ্দিন শেখ | চেয়ারম্যান | চিতলমারী | স্বাক্ষরিত |
আইরিন পুতুল | সদস্য সংরক্ষিত | সংরক্ষিত-০১ | স্বাক্ষরিত |
ইলা রানী ব্রহ্ম | সদস্য সংরক্ষিত | সংরক্ষিত-০২ | স্বাক্ষরিত |
আশালতা হালদার | সদস্য সংরক্ষিত | সংরক্ষিত-০৩ | স্বাক্ষরিত |
মোঃ ইকবাল শেখ | সদস্য | ০১ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
মতিয়ার রহমান টুকু | সদস্য | ০২ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
মোঃআনোয়ারুল ইসলাম | সদস্য | ০৩ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
কিশোর কুমার মজুমদার | সদস্য | ০৪ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
মোক্তার সরদার | সদস্য | ০৫ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
দিলীপ কুমার মন্ডল | সদস্য | ০৬ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
মোঃ বাপ্পী হোসেন তালুকদার | সদস্য | ০৭ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
মোঃ মিজানুর রহমান তালুকদার | সদস্য | ০৮ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
হিমাংশু মন্ডল | সদস্য | ০৯ নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
অদ্যকার সভায় সভাপতির আসন গ্রহণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব শেখ নিজাম উদ্দিন শেখ।
সভার শুরুতে গত সভার কার্যবিবরনী পাঠ করা হয় এবং কারো কোন আপত্তি প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
সভায় ২ নং আলোচ্য বিষয়ে আলোচনাকালে সভাপতি মহোদয় জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরে গ্রামীর অবকাঠামো সংষ্কার প্রকল্পের অধীনে সাধান ও বিশেষ বরাদ্দের আওতায় ৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্প তিনটি বাস্তবায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা প্রয়োজন।
সিদ্ধান্ত:
উপস্থিত সদস্যগণ পরষ্পর আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে নিন্মোক্ত প্রকল্পের অনুকুলে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠিত ও অনুমোদিত হয়। যা নিম্নরূপ:
কাবিখা সাধারণ:
১। রুইয়ারকুল খালের শান্তি বিশ্বাসের ঘের হইতে পাগল ব্রহ্মের ঘের পর্যন্ত খাল পুণ:খনন: ৪,০০,৬০০/=
প্রকল্প বাস্তবায়ন কমিটি:
১। মো: নিজাম উদ্দীন শেখ-চেয়ারম্যান, প্রকল্প সভাপতি
২। দিলীপ কুমার মন্ডল-সদস্য, ইউপি, সদস্য সচিব
৩। জাহাঙ্গীর মোল্লা, গণ্যমান্য, সদস্য
৪। নিত্য গোপাল বিশ্বাস, শিক্ষক, সদস্য
৫। বিউটি রানী ব্রহ্ম, সমাজ সেবিকা, সদস্যা
প্রকল্প নং ২
কালশিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট প্রকল্প বাস্তবায়ন কমিটি: টাকা ১,৭৫,০০০/=
প্রকল্প বাস্তবায়ন কমিটি:
১। ইলা রানী ব্রহ্ম, সদস্য, ইউপি, প্রকল্প সভাপতি
২। দিলীপ কুমার মন্ডল-সদস্য, ইউপি, সদস্য সচিব
৩। অসীমা রানী বিশ্বাস,প্রধান শিক্ষক, সদস্যা
৪। জনাব জাহাঙ্গীর মোল্লা, সমাজ কর্মী
৫। শ্যামল কুমার মন্ডল, ভিডিপি
প্রকল্প নং ৩
রুইয়ারকুল খালের পাগল ব্রহ্মের ঘের হইতে মাছবিল পর্যন্ত খাল পুন:খনন: ২,২৮০০০/=
প্রকল্প বাস্তবায়ন কমিটি:
১। দিলীপ কুমার মন্ডল-সদস্য, ইউপি, প্রকল্প চেয়ারম্যান
২। শান্তি রঞ্জন বিশ্বাস,প্রধান শিক্ষক, সদস্য
৩। জনাব জাহাঙ্গীর মোল্লা, সমাজ কর্মী
৪। শ্যামল কুমার মন্ডল, ভিডিপি
৫। সারথী রানী মন্ডল, সমাজ সেবিকা
৬। শহীদ শেখ, সমাজ সেবক
পরিশেষে আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সবার সবাইকে ধন্যবাদ জ্ঞান করে অদ্যকার সভার সমাপ্তি ঘোষনা করেন।
মো: নিজাম উদ্দীন শেখ
চেয়ারম্যান
৫ নং চিতলমারী ইউপি
চিতলমারী, বাগেরহাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস