চিতলমারী ইউনিয়নের জন্মনিবন্ধন সনদ যারা এখনো সংশোধন করেননি, তাদের অবগতির জন্য জানানো যা্ছে যে. যাদের জন্মনিবন্ধন সনদ এখনো হাতে লেখা, নিবন্ধন সংখ্যার প্রথম চার সংখ্যা জন্ম সাল নয় এবং ২টি ১এর স্থলে ৩টি ১ নেই তাদের সনদ পত্র যত শিঘ্র সম্ভব সংশেধান করে নেয়া একান্ত প্রয়োজন। এছাড়া যাদের জন্ম সনদে বয়স ঠিক নেই, নাম সংশোধন প্রয়োজন তাদেরও যথা শিঘ্র সংশোধন করে নেয়া প্রয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস